শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভূমিকম্পে আহত হয়ে ঢামেকে ৪১ জন

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২১, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ

রাজধানীসহ সারা দেশে ভূমিকম্পে আহত হয়ে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থী ও শিশুসহ ৪১ জন আহত অবস্থায় এসেছেন। এদের মধ্যে চিকিৎসক ৬ জনকে ভর্তি করেছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আহত অবস্থায় তাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ভর্তি ৬ জন হলেন— মগবাজার থেকে আহত আবু বক্কর সিদ্দিক (৫৪), ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের নুরুল হুদা (২০), সূর্যসেন হলের আশিক (২২), কিশোরগঞ্জের উজ্জ্বল (৪০), খিলগাঁওয়ের হারুন (৫৫), ও শিশু বিল্লাল (৬)।

এই ঘটনায় আহত অন্যরা হলেন- তানভীর (২৫), তানজির (২৫), কামরুল ইসলাম (২৬), আরাফাত (২২), রিপন (২৮), সাদিক(২৫), বিল্লাল (৬), ছবিয়া (১৪), নুরুল হুদা (২১),আ জবা (২৫), তাজবা (২৫), রায়হান তানভীর (২৫), অজানা (৫০), প্রভা (১৮), গালিব (১৮), হারুন (৫৫), মধু (৩০), সজীব (২২), জান্নাত (১৫), ইতি (১৯), রফিক (২২), আবুল খায়ের (৩০), ইব্রাহিম (২৫), ফাতেমা (২৮), রাহিমা (২৭), হামিদা (৫০), রাকেশ (২৫), কাওসারী বেগম (৬০), অবনী (১৭), উজ্জ্বল (৪০), জাহানারা (২৮), শওকত আলি (৫৫), অনিক পাল (৩০), দেলোয়ার (৫৫), লিজা (২৪), গিয়াস উদ্দিন (২৩), আশিক (২২), নাহিদ ইসলাম (২৬) ও আল আমিন (২৪)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি বলেন, ভূমিকম্পে সারাদেশ থেকে এখন পর্যন্ত অন্তত ৪১ জন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে ৬ জনকে ভর্তি দিয়েছেন চিকিৎসক এবং এক শিশু মারা গেছে। আহতরা অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন অনেকেই হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন।

সর্বশেষ - আইন-আদালত