রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সরকারি ওয়েবসাইটে এখনও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জাহিদ মালেকের নাম

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৯, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর স্বাস্থ্য উপদেষ্টা (মন্ত্রী পদ মর্যাদা) হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন নুরজাহান বেগম। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (ঢাকা, আগারগাঁও) ওয়েবসাইটে এখনও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হিসেবে জাহিদ মালেকের নাম দেখা যাচ্ছে।

২০২৪ সালের জানুয়ারি নির্বাচনের পর ডা. সামন্ত লাল সেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওয়েবসাইটে শুধু জাহিদ মালেক নয়, স্বাস্থ্য সচিব হিসেবে ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমের নামও এখনও রয়েছে, যারা এখন সাবেক।

রোববার (৯ নভেম্বর) এই প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে (https://nilmrc.portal.gov.bd) ঢুকে দেখা যায় এখনও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হিসেবে জাহিদ মালেকের নাম রয়েছে।

ওয়েবসাইটের কভার ছবিতেও দেখা যাচ্ছে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

জাহিদ মালেক ২০০৮ সালে মানিকগঞ্জ-৩ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৯ সালে পুনরায় নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সালের ৭ জানুয়ারি পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত এই পদে বহাল ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত