রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৪০ জন। এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ১২ জনের। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। নতুন মৃত্যুর ফলে চলতি বছর মৃত্যু হলো ১৭৯ জনের।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১৬৫ জন বরিশালের, ৭৭ জন চট্টগ্রামের, ঢাকার ৩৮৪, খুলনার ৫২, ময়মনসিংহের ২২, রাজশাহীর ২৮, রংপুরের ৩ ও সিলেটের ৯ জন।

শনিবার ৩৮২ রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। রোববার ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৪৪৪ জন পুরুষ ও ২৯৬ জন নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৭ হাজার ৩৩ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৭৯৮ জন।

২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। একইসময়ে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন।

দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

সর্বশেষ - আইন-আদালত