বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

১৪৪ মামলায় নতুন গ্রেপ্তার ৩৪, আট জন ৪১ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩০, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে হামলা ও হত্যা অভিযোগে ১৪৪টি মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও সরকার ঘনিষ্ঠ মোট ৩৪ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ আট জনের ৪১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার সকালে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা বেস্টনির মধ্যদিয়ে আদালতে আনা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপিসহ মোট ৩৪ জনকে। এরপর একে একে তাদের তোলা হয় আদালতে।

এসময় ১৪৪টি মামলায় তাদের নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এরপর শাহবাগ, বাড্ডা থানার দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মোট আট দিনের রিমান্ড মঞ্জুর হয়। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাত দিন, শাহজাহান খানের চার দিন, সাধন চন্দ্র মজুমদার ও হাসানুল হক ইনুর তিন দিন, হাজী সেলিম, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, ছাত্রলীগ নেতা সৈকতের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর হয়।

এদিকে রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, সালমান এফ রহমান, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক ডিবি ডিসি মশিউর রহমান কেও।

মঙ্গলবার রাতে গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুস শহীদকে বুধবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে আনার কথা রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক