শনিবার , ১ জানুয়ারি ২০২২ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

২০২২ সালে রাজনীতিতে উত্তাপ ছড়াবে দুদলের কর্মসূচি

প্রতিবেদক

জানুয়ারি ১, ২০২২ ৬:৩১ পূর্বাহ্ণ

নতুন বছরে দেশের রাজনীতিতে বেশ উত্তাপ ছড়াবে বড় দুদলের নানা কর্মসূচি। ২২তম জাতীয় সম্মেলন এবং দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ বছর তৃণমূল পর্যন্ত দলকে আরও সুসংগঠিত ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে চায় আওয়ামী লীগ। এছাড়া যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থেকে রাজনীতির মাঠ বিরোধীদের দখলে নিতে দেবে না দলটি।

অন্যদিকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সারা দেশে চলমান সমাবেশের পর নতুন কর্মসূচি দেবে। ধাপে ধাপে আরও কর্মসূচি দিয়ে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করার পরিকল্পনা দলটির

নির্বাচনি প্রস্তুতি এগিয়ে রাখবে আ.লীগ

চলে গেল নানা আলোচনা-সমালোচনার বছর ২০২১। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রমনের ঝুঁকির মধ্যেই শুরু হলো আরেকটি বছর। নতুন বছরেও বেশ কিছু চ্যালেঞ্জকে সামনে রেখেই পথচলা শুরু হচ্ছে আওয়ামী লীগের। ২২তম জাতীয় সম্মেলন এবং দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ বছর তৃণমূল পর্যন্ত দলকে আরও সুসংগঠিত ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে চায় ক্ষমতাসনীরা। একই সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে দলকে ঐক্যবদ্ধ করাও তাদের অন্যতম প্রধান লক্ষ্য। এর মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি এগিয়ে রাখার পরিকল্পনা করেছে দলটি। এছাড়া যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থেকে রাজনীতির মাঠ বিরোধীদের দখলে নিতে দেবে না আওয়ামী লীগ।

অন্যদিকে নতুন বছরের শুরু থেকেই সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকতে হবে ক্ষমতাসীন দলটিকে। এ বছর মেয়াদোত্তীর্ণ কয়েকটি সহযোগী সংগঠনকেও সম্মেলনের মাধ্যমে ঢেলে সাজাতে চায় তারা। পাশাপাশি আওয়ামী লীগের সম্মেলন হওয়া সহযোগী সংগঠনগুলো ব্যস্ত থাকবে তাদের তৃণমূল গোছানোর কাজে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন-২০২২ সালেও দেশের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে চান তারা। একইসঙ্গে করোনার নতুন ধরন ওমিক্রম মোকাবিলা, টিকা কার্যক্রম আরও এগিয়ে নেওয়া এবং যে কোনো ষড়যন্ত্র ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক থাকবেন। 

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, নতুন বছরেও আমরা আমাদের সফলতা ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে চাই। সেই সঙ্গে বছরব্যাপী আমাদের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে চাই। আমাদের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন, নতুন কমিটি গঠনের চ্যালেঞ্জ তো থাকছেই। আমরা আশা করছি, করোনা পরিস্থিতি ভালো থাকবে এবং আমরা আমাদের সাংগঠনিক কাজগুলো এগিয়ে নিতে পারব। এর মধ্য দিয়ে আমরা আমাদের আগামী জাতীয় সম্মেলন এবং একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করব। বিএনপির আন্দোলন মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো রাজনৈতিক দল শন্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করতেই পারে। কিন্তু তারা যদি অতীতের মতো অগ্নিসন্ত্রাস বা হামলা-ভাঙচুরের চেষ্টা করে তাহলে জনগণ তা মেনে নেবে না। 

২০২১ সালের প্রায় পুরোটা সময় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল আওয়ামী লীগ। ২০২২ সালও শুরু হচ্ছে সেই ব্যস্ততার মধ্য দিয়েই। ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ইতোমধ্যে ষষ্ঠ ও সপ্তম ধাপের নির্বাচনের প্রস্তুতিও শুরু করেছে আওয়ামী লীগ। এরইমধ্যে শুরু হয়েছে ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন। এ নির্বাচনে ইতোমধ্যে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। কেন্দ্রীয়ভাবে গঠন করা হয়েছে সমন্বয় টিমও। ১৬ জানুয়ারি এ সিটিতে ভোট অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এ নির্বাচনেও অতীতের মতো জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ।

২০২৩ সালে শেষ হচ্ছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ। এরপরেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে আওয়ামী লীগে। দল ও সহযোগী সংগঠনগুলোকে তৃণমূল পর্যন্ত সু-সংগঠিত করার পাশাপাশি ২০২২ সালে নির্বাচনকেন্দ্রিক অন্যান্য প্রস্তুতিগুলোও এগিয়ে নেবে দলটি। আনুষ্ঠানিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু না হলেও ভেতরে ভেতরে এই কাজ এগিয়ে রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন মাধ্যমে তিনি খোঁজখবর নেবেন বর্তমান দলীয় এমপি ও মনোনয়নপ্রত্যাশীদের সম্পর্কে।

পাশাপাশি নির্বাচনে আগে জোটের মেরুকরণও গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের আগের এ বছরে এ বিষয়টিও গুরুত্ব দিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আওয়ামী লীগ। নির্বাচন সামনে রেখে গত বছরই ইশতেহার তৈরির প্রাথমিক প্রস্তুতির নির্দেশনা দলের নেতাদের দিয়ে রেখেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ বছর সেই কাজ আরও গতিশীল করবেন ক্ষমতাসীনরা। অন্যদিকে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের পাশাপাশি কেন্দ্রভিত্তিক কমিটি গঠনেও জোর দেওয়া হবে।

কঠোর আন্দোলনের পথে বিএনপি

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে রাজপথে আরও সোচ্চার হতে তৃণমূলকে বার্তা দিয়েছে বিএনপি। ৩২ জেলায় সমাবেশ শেষে বাকি জেলায়ও একই কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে দলটির। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিকে যোগ করে কঠোর আন্দোলনে যেতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমাবেশের পর আবারও কর্মসূচি দেওয়া হবে। নতুন বছরজুড়ে ধাপে ধাপে নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করার পরিকল্পনা করছেন দলটির নীতিনির্ধারকরা। তাদের মতে, দলীয় প্রধানের মুক্তি এবং রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের আন্দোলন এক ও অভিন্ন। যা হবে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’র আন্দোলন। 

নীতিনির্ধারকদের আরও অভিমত-খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার দাবির কর্মসূচিতে মানুষের সমর্থন রয়েছে। সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি তা প্রমাণ করে। সরকারের একরোখা মনোভাবকে ভালোভাবে নিচ্ছে না মানুষ। তাই সরকার যতদিন সুচিকিৎসার দাবি না মানবে, ততদিন তারা মাঠের কর্মসূচি চালিয়ে যাবেন। নেতাদের দাবি-খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে মানুষের সহানুভূতি তৈরি হচ্ছে, অন্যদিকে সরকারের প্রতি ক্ষোভ ও বিরক্তি বাড়ছে। এটাকে মাঠে নামার সুযোগ হিসাবেও নিয়েছেন তারা। কারণ দীর্ঘদিন ধরে বিএনপি কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারেনি, কিন্তু খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে কর্মসূচি পালন করতে পারছে।

সর্বশেষ - আন্তর্জাতিক