রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

জামিন না মেলায় কারাগারে সাবেক সচিব প্রশান্ত

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৪, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব প্রশান্ত কুমার রায়কে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এদিন আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন প্রশান্ত। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রশান্ত কুমার রায়ের পক্ষে আদালতে শুনানি করেন শুনানি করেন রফিকুল হোসেন। আর দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন মীর আহাম্মদ আলী সালাম জামিন।

এর আগে উচ্চ আদালত থেকে জামিন নেয়া প্রশান্ত কুমার নিম্ন আদালতেও অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন।

প্রশান্তর বিরুদ্ধে গত বছরের ৫ জুন মামলা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) উপ-পরিচালক মো. মশিউর রহমান।

তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ২৫ লাখ ৪০ হাজার ২৪৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

সরকারের ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’র পরিচালক ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব প্রশান্ত কুমার রায়।

সর্বশেষ - আন্তর্জাতিক