বুধবার , ৩ আগস্ট ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

হদিস নেই শতাধিক ইভিএমের

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৩, ২০২২ ৬:১৪ পূর্বাহ্ণ

হদিস নেই শতাধিক ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম)। আগুনে পুড়ে এবং চুরি হয়েছে ১২০টির মতো ইভিএম।  এ তথ্য জানিয়েছেন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প পরিচালক সৈয়দ রাকিবুল হাসান।

তবে প্রকৃতপক্ষে নষ্ট ও হারিয়ে যাওয়া ইভিএমের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) একাধিক কর্মকর্তারা। এমনকি জেলাপর্যায়ের অনেক কর্মকর্তা ইভিএমে ব্যবহৃত মনিটর নিজ বাসায় ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বিদায়ী কমিশনের সর্বশেষ ৯৩তম সভায় ইভিএম প্রকল্প থেকেই এ সংক্রান্ত তিন ধরনের জটিলতার তথ্য তুলে ধরা হয়। ওই সভায় জানানো হয়, ইভিএম সরঞ্জাম যথাযথ ব্যবহার ও সংরক্ষণ না করার ফলে অডিট কার্ড ব্লক হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে অডিট ও পোলিং কার্ড নষ্ট হয়ে গেছে। কখনো হারিয়ে গেছে।

বর্তমানে ইভিএম প্রকল্পে মাত্র ১৩ জন লোকবল বরাদ্দ। অথচ ইভিএমগুলো কেনা হয়েছিল প্রায় ৪ হাজার কোটি টাকায়। তাই পরিকল্পনা ছাড়াই তাড়াহুড়া করে কেনায় দেড় লাখ ইভিএম নিয়ে বিপাকে পড়েছে ইসি।

ইভিএম রাখার জন্য কোথায়ও নির্ধারিত স্থান পাওয়া যায়নি। ইভিএম সংরক্ষণের জন্য গুদাম ভাড়ার প্রস্তাবে বিদায়ী কে এম নুরুল হুদা কমিশন মতপার্থক্য এবং দেশের অর্ধেক জেলায় সরকার নির্ধারিত হারে গুদাম পাওয়া যায়নি। এ কারণে একটির ওপর আরেকটি ইভিএম রাখায় অনেক নষ্ট হয়ে গেছে। কিন্তু কতগুলো নষ্ট হয়েছে তা পরীক্ষা করে এখনো বের করেনি ইসি।

ইভিএমের জটিলতার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও ইভিএম কারিগরি কমিটির সভাপতি অশোক কুমার দেবনাথ বলেন, সংরক্ষণের মতো স্থান না থাকায় দেড় লাখ ইভিএমের মধ্যে ৮৫ হাজারের বেশি এখনো বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে (বিএমটিএফ) পড়ে আছে। তাই এ মুহূর্তে ইভিএম নিয়ে সবচেয়ে বড় জটিলতা হচ্ছে সংরক্ষণের বিষয়টি। ইভিএম কেনার সময়ে সংরক্ষণের বিষয়টি চিন্তা করা হয়নি। তাই এ অবস্থা।

জানা যায়, গত একাদশ সংসদ নির্বাচনে বিদায়ী নুরুল হুদা কমিশন মাত্র ৬টি সংসদীয় আসনে ইভিএম ব্যবহার করলেও এর আগে বিএমটিএফের কাছে থেকে ২ লাখ ৫ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার ইভিএম কেনা হয়।

এ বিষয়ে ইভিএম প্রকল্প পরিচালক রাকিবুল হাসান বলেন, কয়েকদিন আগে গোপালগঞ্জের কাশিয়ানীতে কিছু ইভিএম নষ্ট হয়েছে। যেখানে ইভিএমগুলো রাখা হয়েছিল সেই গোডাউনে আগুন লেগে যায়। নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার বিগ্রেড পানি দেয়। যেহেতু এটা ইলেকট্রনিক মেশিন তাই পানিতে তা নষ্ট হয়। সেখানে ২০০ ইভিএম রাখা হয়েছিল ৫০ থেকে ৭০টির মতো নষ্ট হয়েছে।

তিনি বলেন, এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইভিএম চুরির ঘটনা ঘটেছে। উপজেলা অডিটরিয়ামের স্টোররুমে ইভিএম রাখা ছিল। সেখান থেকে মনিটর চুরি হয়েছে। এছাড়া ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের একই জাগায় রাখা ছিল কিছু ইভিএম ও প্রাথমিকের বই। প্রাথমিকের বইয়ের সঙ্গে ইভিএমের মনিটর ও ব্যাটারি চুরি হয়ে গেছে।

হদিস নেই শতাধিক ইভিএমের

নাম প্রকাশ না করার শর্তে ইসির কয়েকজন কর্মকর্তা জনান, সংরক্ষণের স্থান না থাকায় জেলা ও উপজেলা পর্যায়ে সার্ভার স্টেশনগুলোতে একটার ওপর আরেকটা ইভিএম রাখা হয়েছে। এতে ভারের চাপে অনেক ইভিএমের মনিটর ও ব্যালট ইউনিট নষ্ট হয়ে গেছে। এছাড়া অনেকে কম্পিউটার মনিটর হিসেবে ব্যবহার করছেন। জেলা-উপজেলার কয়েকজন কর্মকর্তা সেগুলো মনিটর হিসেবে ব্যবহার করছেন।

জানা গেছে, কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন বিদায় মুহূর্তে ২৬টি জেলায় ইভিএম সংরক্ষণ স্থান ভাড়া নেওয়ার বিষয়ে আর্থিক অনুমোদন চেয়েছিল ইসি সচিবালয়। এ সংক্রান্ত প্রস্তাবে বলা হয়, দেশের ৬৪টি জেলার মধ্যে ২৬টি জেলায় গুদাম পাওয়া গেছে। যেগুলোর ভাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্ধারিত হারের সমান অথবা কম। জেলাভেদে তিন হাজার বর্গফুট থেকে নয় হাজার ৬৬৮ বর্গফুট আয়তনের গুদাম ভাড়ার জন্য চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ মাসে এক কোটি তিন লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়।

তবে এ টাকা বরাদ্দের ক্ষেত্রে দুজন নির্বাচন কমিশনার ভিন্নমত দেন। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী তার মতামতে বলেন, ইভিএম ভাড়ার জন্য যে পরিমাণ টাকা ব্যয় করার প্রস্তাব করা হয়েছে তাতে স্থায়ী স্থাপনা নির্মাণ করা সম্ভব। অপরদিকে, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম তার মতামতে বলেন, কারিগরি দিক খতিয়ে দেখার পরামর্শ দেন। ফলে বিষয়টি সেখানেই আটকে যায়। এখনো এর সুরাহা হয়নি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান

স্মৃতিসৌধে শহীদদের প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা

সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ঢাকা-রাঙামাটি, মধ্যম ঝুঁকিতে ছয় জেলা

মিয়ানমারের জেলে থাকা ৪৫ বাংলাদেশি মুক্ত, ফিরছেন দেশে

জাতীয় সংসদ নির্বাচন ইসির অধীনে মাঠ প্রশাসন চায় ৭৮ ভাগ দল

সমঝোতার গুঞ্জন, খালেদার মুক্তিসহ ৫ প্রস্তাব!

ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রার্থী ঘোষণা

এন্টিবায়োটিক ব্যবহারের ফলে উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

দুদক কর্মকর্তার ‘গোপনে’ বিদেশ ভ্রমণ, যা বললেন সচিব

হাইকোর্টে জামিন চাইলেন মৃত্যুদণ্ড পাওয়া সেই মিন্নি