মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

‘কোথায় সে আয়নাঘর, দেখতে চাই’

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৩, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ

গুম হওয়া ব্যক্তিদের তুলে নিয়ে আটকে রাখার গোপন স্থান ‘আয়নাঘর’ দেখতে চান রাজধানীর লালবাগের ছাত্রদলের সাবেক নেতা মাহবুবুর রহমান ওরফে বাপ্পীর বোন ঝুমুর আক্তার। তিনি বলেছেন, ‘কোথায় সে আয়নাঘর? যেখানে মানুষকে ধরে আটকে রাখা হয়, নির্যাতন করা হয়। আমরা সে আয়নাঘর দেখতে চাই।’

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ‘গুম, খুন ও ক্রসফায়ারের শিকার’ পরিবারের সদস্যদের এক অনুষ্ঠানে ঝুমুর আক্তার এ কথা বলেন।

ঝুমুর আক্তার বলেন, ২০১৫ সালে রুম হিটার বিস্ফোরণে তাঁর মেয়ে হ্যাপি, ভাই বাপ্পী, বোনের ছেলে লিপন আহত হয়। সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়া হয় তাঁকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাই বাপ্পীর যখন মৃত্যু হয়, তখনো তিনি পুলিশের হেফাজতে ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। সেখানে প্রায় ছয় মাস ছিলেন তিনি।

প্রয়াত ভাই বাপ্পীর স্মৃতিচারণা করে ভবিষ্যতে বিএনপির আন্দোলন-সংগ্রামে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ঝুমুর আক্তার। তাঁর ভাই মাহবুবুর রহমান বাপ্পী নিউমার্কেট থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। ২০১৫ সালের জানুয়ারিতে লালবাগের ঢাকেশ্বরী সড়কের একটি বাড়িতে থাকতেন। সেখানে এক বিস্ফোরণে বাপ্পীর ডান হাত পুড়ে যায়।
পুলিশের দাবি, বোমা বানানোর সময় এ বিস্ফোরণ ঘটে। তবে ঝুমুর এ অভিযোগ অস্বীকার করে বলেন, বোমার বিস্ফোরণে নয়, রুমের হিটার বিস্ফোরণে সবাই আহত হয়েছিলেন সেদিন।

ঝুমুর আক্তার বলেন, ২০১৫ সালে রুম হিটার বিস্ফোরণে তাঁর মেয়ে হ্যাপি, ভাই বাপ্পী, বোনের ছেলে লিপন আহত হয়। সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়া হয় তাঁকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাই বাপ্পীর যখন মৃত্যু হয়, তখনো তিনি পুলিশের হেফাজতে ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। সেখানে প্রায় ছয় মাস ছিলেন তিনি।

প্রয়াত ভাই বাপ্পীর স্মৃতিচারণা করে ভবিষ্যতে বিএনপির আন্দোলন-সংগ্রামে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ঝুমুর আক্তার। তাঁর ভাই মাহবুবুর রহমান বাপ্পী নিউমার্কেট থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। ২০১৫ সালের জানুয়ারিতে লালবাগের ঢাকেশ্বরী সড়কের একটি বাড়িতে থাকতেন। সেখানে এক বিস্ফোরণে বাপ্পীর ডান হাত পুড়ে যায়।
পুলিশের দাবি, বোমা বানানোর সময় এ বিস্ফোরণ ঘটে। তবে ঝুমুর এ অভিযোগ অস্বীকার করে বলেন, বোমার বিস্ফোরণে নয়, রুমের হিটার বিস্ফোরণে সবাই আহত হয়েছিলেন সেদিন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই দেবে গেলো সাড়ে তিন কোটি টাকার সেতু

আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কে আছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

সিলেটেও আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

ফিতরা এবার জনপ্রতি সর্বনিম্ন ১১৫, সর্বোচ্চ ২৬৪০ টাকা

মসজিদে নববীতে শাহবাজদের দেখে ‘চোর চোর’ স্লোগান পাকিস্তানিদের

ইউপি নির্বাচনে প্রার্থীদের হলফনামা দিতে হবে : হাইকোর্ট

মুরাদ হাসান বিদেশে যাবেন কিনা, এটা তার সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় থাকতে মানে মানে কেটে পড়ুন, সরকারকে মির্জা ফখরুল

এক দলীয় সরকার থাকতে পারবে না,  গণতন্ত্র ফিরিয়ে আনতে হব: মঈন খান

পাঁচ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস