বুধবার , ২৬ অক্টোবর ২০২২ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

‘রোগীদের আর বিদেশ যেতে হবে না, ঢাকায়ও আসা লাগবে না’

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৬, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসার জন্য রোগীদের আর বিদেশে যেতে হবে না। এমনকি মফস্বল থেকেও ঢাকায় আসতে হবে না।

বুধবার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে হার্টের ভালো চিকিৎসা হচ্ছে। কিডনির বিশেষায়িত চিকিৎসা হচ্ছে। বার্ন ইনস্টিটিউটে এখন দেশের সব জায়গা থেকে মারাত্মক দগ্ধ রোগীরা আসছে। নিউরোসায়েন্সে দেশে এখন যেভাবে চিকিৎসা হচ্ছে, সেগুলো আগে ছিল না। এগুলো সব প্রধানমন্ত্রীর উদ্যোগে হয়েছে। আমরা সারাদেশে সুচিকিৎসার ব্যবস্থা করছি যেন চিকিৎসার জন্য কাউকে ঢাকায় আসতে না হয়।

তিনি বলেন, আমরা নিউরো, অর্থোপেডিক, মেন্টাল হেলথ এবং স্কিনের চিকিৎসার জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছি। ডিপিপি হয়ে গেছে। আর কাউকে বিদেশে দৌড়াতে হবে না। বাংলাদেশে বিশ্বমানের ওষুধ তৈরি হচ্ছে। এটিও সরকারের অনেক বড় সাফল্য।

জাহিদ মালেক আরও বলেন, একটি আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবাদান প্রতিষ্ঠান হোক। সেই লক্ষ্যে যা যা করতে হয় আমরা করব। এই প্রতিষ্ঠানের অনেক সমস্যা ছিল। ধীরে ধীরে উন্নয়ন করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক