বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

যুক্তরাষ্ট্রে সুপারস্টোরে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৩, ২০২২ ৮:২১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের চেসাপিক এলাকায় একটি ওয়ালমার্ট সুপারস্টোরে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালান। পরে নিজের দিকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। তিনি সুপারস্টোরের ম্যানেজার বলা ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ২২ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১২) এ ঘটনা ঘটে। একজন পুলিশ অফিসার বিবিসিকে জানান, নিহতের সংখ্যা কমপক্ষে ১০ জন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন।

পুলিশের মুখপাত্র লিও কোসিনস্কি বলেন, ওই ব্যক্তি একাই সুপারস্টোরের ভেতর গুলি চালান বলে ধারণা করা হচ্ছে।

ওয়ালমার্টের পক্ষ থেকে এ ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করা হয়েছে।

বন্দুকধারীর এমন হামলাকে মর্মন্তুদ উল্লেখ করে ভার্জিনিয়া রাজ্যের সিনেটর লুইস লুকাস টুইটারে বলেছেন, দেশব্যাপী এমন বন্দুক সহিংসতার সমাধান না করে আমি বিশ্রাম নিতে পারি না।

এই ঘটনার কয়েকদিন আগেই কলোরাডো রাজ্যে নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত ও ১৭ জন আহত হয়েছিলেন। ২০১৯ সালে টেক্সাসের এল পাসো শহরে ওয়ালমার্ট সুপারস্টোরে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন ২৩ জন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত