সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি হয়নি। শুনানি ‘নটটুডে’ (আজ নয়) রেখেছেন চেম্বার আদালত।

রোববার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। জিএম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে সিএমপি ফাইল করেছিলেন জিয়াউল হক মৃধা। এরই মধ্যে হাইকোর্টের আদেশের কপি প্রকাশিত হয়। সেই কপি আমরা পেয়েছি। আজ আদালতকে আমাদের পক্ষ থেকে বিষয়টি অবহিত করা হয়। এ সময় তাদের (জিয়াউল হক মৃধা) তরফ থেকে সময়ের আবেদন করলে আদালত ‘নটটুডে’ রাখেন। এর ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানান তার আইনজীবী।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। সাবেক এমপি জিয়াউল হক মৃধার আইনজীবী হেলাল উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেছিলেন, রোববার (১২ ফেব্রুয়ারি) চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

গত ৫ ফেব্রুয়ারি গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে নিম্ন আদালতের রায় স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি মো. আবদুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ৪ অক্টোবর জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার অস্থায়ী আদেশ দেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

অ্যাম্বুলেন্সে আগুন: নিহত ৭ জনের পরিচয় মিলেছে

৪৯৫ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

পাশের হারে ছেলেরা কেন পিছিয়ে যাচ্ছে খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী

১২ জন সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী জেলখানায় পাঠিয়েছেন।

প্রতিহিংসার নিকৃষ্ট পথ বেছে নিয়েছেন সিইসি: মাহবুব তালুকদার

রাজধানীতে আজ বিএনপির গণমিছিল এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের ফওজিয়া করিম

প্রতিষ্ঠানের প্রধানকে যুক্ত করা যুক্তরাষ্ট্রের নতুন ঢং: পররাষ্ট্রমন্ত্রী

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

বিএনপি রাজনৈতিক অঙ্গনে ভয়ঙ্কর বিষফোঁড়া: কাদের