বুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

শপিংব্যাগ থেকে নবজাতকের লাশ উদ্ধার!

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১:১৫ পূর্বাহ্ণ

গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর-ভুরুলিয়া এলাকার রেলক্রসিং এর পাশে খুঁটির সঙ্গে ঝোলানো একটি শপিংব্যাগ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ওই লাশ উদ্ধার করে গাজীপুর সদর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল ইসলাম।

এ বিষয়ে সদর মেট্রো থানার এসআই সাহেব আলী  জানান, সন্ধ্যায় ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় একটি ছোট খুঁটির সঙ্গে সাদা শপিং ব্যাগ ঝুলতে দেখা যায়। স্থানীয়রা ব্যাগটি খোলার পর এক নবজাতকের লাশ দেখতে পান।

এ ঘটনার পর পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

ইতোমধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে লাশটি। তবে কে বা কারা সেখানে এটি রেখেছেন তা এখনও জানা যায়নি।

সর্বশেষ - আইন-আদালত