শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সিলেটে ৮’শ গজের মধ্যে ‘মুখোমুখি’ হচ্ছে আ. লীগ-বিএনপি

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ

সিলেটে আবার পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও বিএনপি। শনিবার প্রায় ৮’শ গজের মধ্যে দুটি দল কর্মসূচি নিয়ে রাজপথে নামবে। এ নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। প্রায় কাছাকাছি সময়ে পাশাপাশি কর্মসূচি হওয়ায় দুটি দলের নেতাকর্মীদের মুখোমুখি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে ওই সময় অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। অবশ্য উভয় দলের নেতারা জানিয়েছেন তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। বাধা আসলে তারা প্রতিহত করতেও প্রস্তুত।

দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সিলেট মহানগর বিএনপি আজ বেলা আড়াইটার দিকে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ এলাকা থেকে পদযাত্রা করবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সরকারের দমন-পীড়নের প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সংসদ বাতিলসহ বিভিন্ন দাবিতে এ পদযাত্রা করবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পদযাত্রাটি চৌহাট্টা-জিন্দাবাজার-বন্দরবাজার-সুরমা মার্কেট হয়ে কিনব্রিজ পাড়ি দিয়ে দক্ষিণ সুরমায় গিয়ে শেষ হবে।

এ বিষয়ে নগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন, পদযাত্রা কর্মসূচি সফল করতে তারা প্রস্তুতি নিয়েছেন। তারা শান্তিপূর্ণ পদযাত্রা করতে চান।

বিএনপির কর্মসূচি দেখে আওয়ামী লীগও কর্মসূচি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাধা আসলে আমরা মোকাবিলা করব।

অপর দিকে বিকেল সাড়ে ৩টার দিকে কোর্ট পয়েন্টে মহানগর আওয়ামী লীগ মানববন্ধন কর্মসূচি পালন করবে। দেশব্যাপী বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির’ প্রতিবাদে আজ মানববন্ধন করা হবে।

এই বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ জানিয়েছেন, অপশক্তির অপরাজনীতির বিরুদ্ধে তাদের এই মানববন্ধন।

তিনি বলেন, আমাদের রাজনীতি শান্তিপূর্ণ। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন।

গত ৪ ফেব্রুয়ারি নগরীর রেজিস্টারি মাঠে বিএনপি বিভাগীয় সমাবেশ করে। ওইদিন শহীদ মিনারে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। ওই দিন প্রায় এক কিলোমিটার দূরত্বে সমাবেশ করলেও এবার প্রায় ৮’শ গজের দূরত্বে কর্মসূচি পালন করবে বিএনপি ও আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের মানববন্ধন স্থলের পাশ দিয়ে এবার বিএনপি পদযাত্রা করে যাওয়াকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস  জানিয়েছেন, আজকের কর্মসূচিকে সামনে রেখে পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরবাসীর জানমালের নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে। আশা করি উভয় দলই কোনো অপ্রীতিকর ঘটনায় জড়াবে না।

সর্বশেষ - আন্তর্জাতিক