শনিবার , ১৮ মার্চ ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

অস্ট্রেলিয়ার নদীতে হঠাৎ লাখ লাখ মাছের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৮, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলের মেনিন্ডি শহরের নদীতে হঠাৎ লাখ লাখ মাছের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে মরা মাছগুলো নদীতে ভেসে উঠতে শুরু করে।

নদী কর্তৃপক্ষ বলছে, চলমান দাবদাহের প্রভাবে ডার্লিং-বাকা নদীতে এ অবস্থার তৈরি হয়েছে।

স্থানীয়রা বলছেন এই শহরে একবাবে এত মাছের মৃত্যুর ঘটনা আগে ঘটেনি। তবে তিন বছর আগেও একবার এই শহরে প্রচুর মাছের মৃত্যু হয়।

জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরও ঘন ঘন, আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়েছে। শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবী ইতোমধ্যেই প্রায় ১.১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে সরকারগুলো কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার মেনিন্দিতে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

 

সর্বশেষ - আইন-আদালত