শনিবার , ১৮ মার্চ ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঢাকাসহ সব মহানগরে বিএনপির সমাবেশ আজ, মাঠে থাকবে আ’লীগও

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৮, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ণ

ঢাকাসহ দেশের সব মহানগরে বিএনপি ও সমমনা দলগুলো সমাবেশ করবে আজ। পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগও। একদিকে সমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে ১০ সাংগঠনিক বিভাগে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। অন্যদিকে বিরোধী জোটের এ কর্মসূচির দিন ‘সতর্ক পাহারায়’ থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ‘সম্ভাব্য সন্ত্রাস-নৈরাজ্য’ ঠেকাতে শান্তি সমাবেশ কর্মসূচির মাধ্যমে মাঠে থাকবেন দলটির নেতাকর্মীরা। তবে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপি ছাড়াও এদিন রাজধানীতে পৃথকভাবে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

১২ সাংগঠনিক মহানগরে শনিবার দুপুর ২টা থেকে শুরু হবে বিএনপির সমাবেশ। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ হবে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস থাকবেন। এ ছাড়া নারায়ণগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়, খুলনায় ড. আব্দুল মঈন খান, কুমিল্লায় নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী, রংপুরে সেলিমা রহমান প্রধান অতিথি হিসাবে থাকবেন।

এছাড়া বরিশালে থাকবেন ব্যারিস্টার শাহজাহান ওমর, সিলেটে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, গাজীপুরে বরকত উল্লাহ বুলু, ফরিদপুরে মো. শাহজাহান, রাজশাহীতে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও ময়মনসিংহে শামসুজ্জামান দুদু। এছাড়াও কেন্দ্রীয় দপ্তর থেকে সাংগঠনিক মহানগরে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, মহানগরের সব কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা, সাবেক সংসদ সদস্য ও মেয়র অতিথি হিসাবে থাকবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, উত্তর ও দক্ষিণের উদ্যোগে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে শুরু হবে সমাবেশ। বিএনপির সব কর্মসূচি শান্তিপূর্ণ। প্রতিটি কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও বাড়ছে। এ সমাবেশে মানুষের উপস্থিতি আরও বাড়বে।

এদিকে ঢাকা ছাড়াও অন্যান্য মহানগরেও সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, রমজানে ঘরোয়া কর্মসূচি থাকবে, সাংগঠনিক কার্যক্রম চলবে, ইফতার মাহফিলও হবে। এর বাইরে পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী রাস্তার কর্মসূচিও থাকতে পারে। আমরা আন্দোলনের মধ্যে রয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

গত ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন কর্মসূচি করে আসছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট।

সমমনাদের কর্মসূচি: গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি, বাম গণতান্ত্রিক জোট ও সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটও আজ আলাদাভাবে রাজধানীতে সমাবেশ করবে। বেলা সাড়ে ১১টায় পল্টন মোড়ে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। বিকাল ৩টায় রাজধানীর এফডিসিসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বেলা ১১টায় বিজয়নগরে পানির ট্যাংকসংলগ্ন সড়কে ১২ দলীয় জোট, বেলা ১১টায় পুরানা পল্টন আল-রাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট, একই সময়ে আরামবাগে সমাবেশ করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। এছাড়া দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য এবং বেলা ১১টার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

 

সর্বশেষ - আন্তর্জাতিক