সোমবার , ১০ এপ্রিল ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ডয়চে ভেলেতে র‌্যাবকে নিয়ে তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১০, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেতে র‌্যাবকে নিয়ে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া যুবক নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডয়েচে ভেলে জানিয়েছিল, ওই তথ্যচিত্রটি তৈরিতে সহায়তা করে নেত্র নিউজ। নাফিজ ২০১৭ সালে উত্তরায় আলোচিত আদনান কবির হত্যা মামলার আসামি ছিলেন ।

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১০ এপ্রিল) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ সাংবাদিকদের জানিয়েছেন, নাফিজের বিরুদ্ধে পুরোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ তাকে আদালতে পাঠানো হবে।

তিনি জানান, গ্রেপ্তারের সময় নাফিজের বাসা থেকে বিদেশি মদ, পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এদিকে ভাটারা থানার অফিসার ইনচার্জ এবিএম আসাদুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ নাফিজের বিরুদ্ধে একটি মাদকের মামলা করেছে।

এর আগে ২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। সে সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র‌্যাব। তখন তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছিল।

সর্বশেষ - আইন-আদালত