রাজধানীর চকবাজারে সিরামিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০ টা ৪৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ টা ৫৩ মিনিটে।
অগ্নিনির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জাফর হোসেন জানান, মনির নামে এক ব্যক্তির গোডাউনে আগুন লেগেছে। সেখানে প্লাস্টিক ও সিরামিক আছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভবনের সিঁড়ির কারণে ফায়ার সার্ভিস কর্মীদের ভেতরে ঢুকতে সমস্যা হচ্ছে।
তিনি জানান, দিগু বাবু লেনের রাস্তাগুলো সরু। এই কারণে ফায়ার সার্ভিস কর্মীদের গাড়ি সেখানে ঢোকানো যায়নি। গাড়ি দূরে রেখে সেখান থেকে আগুন নেভানোর কাজ করা হচ্ছে।












The Custom Facebook Feed plugin