বুধবার , ১৯ এপ্রিল ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ১০০ ব্যবসায়ীকে কোটি টাকা দিল বিদ্যানন্দ

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১৯, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শত দোকান মালিককে নগদ এক কোটি টাকা অনুদান দিয়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ বুধবার ঢাকা জেলা প্রশাসনের সহায়তায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাফিজুল আমিন, বিদ্যানন্দের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ, বোর্ড সদস্য জামাল উদ্দীন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, ‌’বিদ্যানন্দের সাথে কাজ করার অভিজ্ঞতা আগেও ছিল। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেখে আমরাও এগিয়ে এসেছি। মানুষের আস্থার পাশাপাশি প্রশাসনও খুশি বেসরকারি এই সংস্থার সাথে কাজ করতে পেরে।’

আগুনে ক্ষতিগ্রস্ত ১০০ জন দোকান মালিকের প্রত্যেককে নগদ এক লাখ টাকা করে প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসনের সহায়তা ও সমন্বয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছে। ঈদকে সামনে রেখে তথ্য ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে ঈদের আগেই এই সহায়তা তুলে দেওয়া হয়েছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের জনসংযোগ প্রধান সালমান খান ইয়াছিন বলেন, ‘দোকান কর্মচারীদের তথ্য যাচাই-বাছাইয়ের কাজটি আমরা করে যাচ্ছি। আশা করি ঈদের পর দ্রুততম সময়ের মধ্যে আমরা অনুদানের অবশিষ্ট এক কোটি টাকা হস্তান্তর করতে পারব।’

সর্বশেষ - আন্তর্জাতিক