বৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

গাজীপুরে মহাসড়কে মানুষের ঢল, দীর্ঘ যানজট

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২০, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে ওই দুই মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও সন্ধ্যার পর সেই চাপ যেন দিগুণ হয়েছে। এতে হিমশিম খেতে হচ্ছে সড়কে দায়িত্ব পুলিশ সদস্যদের। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা। 

এদিকে ঈদ উপলক্ষ্যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে গণপরিবহনগুলো। এতে অনেকেই গণপরিবহন ছেড়ে কম ভাড়ায় খোলা ট্রাক ও পিকআপে চড়ে ঝুঁকি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অতিরিক্ত যানবাহনের কারণে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। স্থানীয় পরিবহনগুলোকে দূরপাল্লার যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

আসলাম পরিবহনের চালক নাসির বলেন, সকালে গাজীপুর বাইপাস থেকে যাত্রী নিয়ে রওনা হয়ে তিন ঘণ্টায় ময়মনসিংহ পৌঁছে দিয়েছি। এরপর আরও একটি ট্রিপ উঠিয়েছি। ইফতারের পর ময়মনসিংহ থেকে রওনা হয়ে রাত ৮টায় যানজটের কারণে গাজীপুর পৌঁছাতে পারিনি। এখন আবার গাজীপুর থেকে যাত্রী নিয়ে কখন ময়মনসিংহের উদ্দেশ্যে যাব? দিনভর মানুষের চাপ থাকলেও এখন অবস্থা খুবই বেগতিক, মানুষের ঢল নেমেছে।

আকাশ পরিবহনের চালক মামুন সরকার বলেন, সারাদিন চাপ সামাল দেওয়া খুব কঠিন ছিল না। বিকেল থেকে মানুষের স্রোত নেমে পড়েছে সড়ক-মহাসড়কে।

এদিকে অতিরিক্ত ভাড়া দাবির অভিযোগ উঠেছে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী বাস চালকদের বিরুদ্ধে। অনেকের পকেটে টান থাকায় তারা অতিরিক্ত ভাড়া এড়াতে ট্রাক-পিকআপে চড়ে গন্তব্যে যাচ্ছেন।

পরিবার নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে পরিবার নিয়ে খোলা ট্রাকে উঠেছেন গাজীপুরের হারিকেন এলাকার কারখানার শ্রমিক হারুন অর রশিদ। তিনি জানান, বাসে গাজীপুর বাইপাস থেকে ময়মনসিংহের জনপ্রতি ভাড়া চাওয়া হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। তাই অতিরিক্ত ভাড়া এড়াতে চার সদস্যকে নিয়ে খোলা ট্রাকে জনপ্রতি ২০০ টাকা ভাড়ায় উঠেছেন।

তিনি বলেন, আমাদের সীমিত আয়, ব্যয়ও হিসেব করে করতে হয়। তাই ইচ্ছে করলেও বাসে অতিরিক্ত ভাড়ায় যাওয়ার সুযোগ নেই।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুস সাকিব খান জানান, হঠাৎ বাস ও যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে। পুলিশের কয়েকশ সদস্য যান চলাচল নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

তুরস্কে ভূমিকম্পে নিহত ১১৮, ধ্বংসস্তুপে আটকে আছেন বহু মানুষ

আন্দোলনের ফল কি আসবে? কৌশলে আন্দোলন করতে চাই বিএনপি

নির্বাচন কমিশনে আপিল করলেন হিরো আলম, প্রার্থিতা ফিরে পাওয়ার প্রত্যাশা

এনসিপির অনুরোধে স্থান পরিবর্তন, শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল

কুড়িগ্রামে দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ১৫ হাজার মানুষ

আন্দোলনকারীদের ‘রাজাকার’ দাবি, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

পরিবারের কাছে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে-নাবিক

মাইলস্টোনে আহতদের চিকিৎসার প্রস্তাব দিলো ভারত

হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কাফী আটক

কোটা আন্দোলনের নামে দুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা: ডিএমপি