অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের দায়ে ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
একইসঙ্গে সেলিম প্রধানের সব সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়া হয়েছে।
দুদকের করা মামলায় রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. বদরুল আলম ভুইয়া এ রায় ঘোষণা করেন।
সেলিম প্রধানকে হিসাব বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় চার বছর এবং অর্থ পাচারের মামলায় আরও চার বছরের সাজা দেয়া হয়।
জজ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে সেলিম প্রধানের আইনজীবী জানিয়েছেন।
জুয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানের মধ্যে ২০১৯ সালের সেপ্টেম্বরে সেলিম প্রধানকে আটক করে র্যাব।
এরপর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় প্রাথমিকভাবে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হলেও তদন্ত শেষে ৫৭ কোটির বেশি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়।












The Custom Facebook Feed plugin