গাজীপুরের কাশিমপুরে কটন ক্লাব একটি কারখানায় গ্যাস থেকে বিস্ফোরণে ১৫ জন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ও ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় কটনবিডি নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ-সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক মো. আইয়ুব হোসেন জানান, এখানে সাতজনকে নিয়ে আসা হলে পাঁচজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।