সোমবার , ১ মে ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

গাজীপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১৫

প্রতিবেদক
Newsdesk
মে ১, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ

গাজীপুরের কাশিমপুরে কটন ক্লাব একটি কারখানায় গ্যাস থেকে বিস্ফোরণে ১৫ জন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ও ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় কটনবিডি নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ-সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক মো. আইয়ুব হোসেন জানান, এখানে সাতজনকে নিয়ে আসা হলে পাঁচজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক