রবিবার , ৭ মে ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সুদান থেকে প্রথম দফায় ফিরছেন ১৩৫ প্রবাসী

প্রতিবেদক
Newsdesk
মে ৭, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ

সুদান থেকে বিমানে করে প্রথম দফায় ১৩৫ জন প্রবাসী বাংলাদেশিকে সৌদি আরবের জেদ্দায় নেয়া হচ্ছে। সেখান থেকে তাদেরকে বাংলাদেশে আনা হবে।

রোববারই পোর্ট সুদান থেকে সৌদি সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে করে বাংলাদেশিদের জেদ্দায় নেয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। দুই সপ্তাহের ভয়াবহ এ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচশোর বেশি মানুষ। এদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘ কর্মী এবং মিশরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা রয়েছেন।

প্রাণঘাতী সংঘাতের শুরু থেকেই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সরকার।

সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি রয়েছেন; যাদের মধ্যে প্রায় ৭০০ জন দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক