বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

গাজীপুরে চলছে ভোটের উৎসব

প্রতিবেদক
Newsdesk
মে ২৫, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ

গত কয়েক বছর ধরে চলমান ভোটের চিত্র পাল্টে গেছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে। এই নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ঢল নেমেছে। ভোটাধিকার প্রয়োগে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে হাজির হয়েছেন তারা। সকাল ৮টায় এই ভোট শুরু হলেও কিছু কিছু কেন্দ্রে ৭টা বাজতেই এসে লাইনে দাঁড়িয়েছেন মানুষ। বেলা বাড়লেও কমেনি ভোটার। দলে দলে এসে দাঁড়িয়েছেন সারিতে। গোটা গাজীপুর শহরে এখন চলছে ভোটের উৎসব।

এদিকে, ব্যাপক ভোটারের সমাগম ঘটলেও দুপুর ১টা পর্যন্ত কোনও কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া যায়নি। কোনও প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও কোনও অভিযোগ করেননি। তবে কয়েকটি কেন্দ্রে ইভিএমে ধীরগতি খবর পাওয়া গেছে। ধীরগতির কারণে সেখানকার ভোটারের লাইনও অনেক লম্বা হচ্ছে।

প্রায় সব কেন্দ্রেই ভোটারদের লম্বা লাইন তৈরি হয়েছে। দুয়েকটি কেন্দ্রে ইভিএমে ধীরগতি হচ্ছে। এতে ভোটারদেরকে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। ফলে রৌদে অপেক্ষমাণ ভোটারদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে, গোপন কক্ষে ঢুকে প্রভাবিত করায় নির্বাচন কমিশনের নির্দেশ দুই কেন্দ্র থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- ১০১ নম্বর কেন্দ্রে রিয়াদুল ইসলাম রিয়াজ ও ১০৩ নম্বর কেন্দ্রে আবু তাহের।

মহানগরীর ২৬নং ওয়ার্ডের মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা রাশিদা আক্তার বলেন, সকাল সাড়ে ৭টায় কেন্দ্রে এসে দাঁড়িয়েছি। ৮টা থেকে ভোট শুরু হলে প্রথমেই সুযোগ পেয়ে ইভিএমে ভোট দিতে পেরে খুশি। এক মিনিটেরও কম সময় লেগেছে ভোট দিতে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত