শুক্রবার , ২৬ মে ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সড়ক দুর্ঘটনায় পাকিস্তানি ডেপুটি হাইকমিশনার

প্রতিবেদক
Newsdesk
মে ২৬, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সপরিবারে সড়ক দুর্ঘটনায় পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখর।

শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে একটি যাত্রীবাহী বাসের সাথে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় বাসচালক মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাইফুলের বাড়ি হবিগঞ্জ জেলায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিজেই প্রাইভেটকার চালিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাচ্ছিলেন ডেপুটি হাইকমিশনার। গাড়িতে আরও ছিলেন তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, ছেলে মোহাম্মদ খোখর ও মেয়ে হুদা আব্বাস খোখর।

পথে রামপুর ব্রিজের কাছে হবিগঞ্জ থেকে ঢাকাগামী দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে অল্পের জন্য রক্ষা পান ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা।

ওসি জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে অন্য একটি গাড়ির মাধ্যমে ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক