শনিবার , ২৭ মে ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

গাজীপুর সিটির মতো সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন: ওবায়দুল কাদের

প্রতিবেদক
Newsdesk
মে ২৭, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনের মতো করে জাতীয় নির্বাচনসহ সিটি কর্পোরেশনগুলোর নির্বাচনও অনুষ্ঠিত হবে। আমেরিকা বলেছে, সুষ্ঠু নির্বাচনে যারা বাঁধা দেবে তাদের ভিসা বন্ধ করবে। এটাতে আমাদের কিছু নেই, আমরা সুষ্ঠু নির্বাচন করি। সর্বশেষ গাজীপুরে দেখিয়ে দিয়েছি, আমরা নির্বাচন সুষ্ঠু করব।’

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি নেতার হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত রাজধানীর মধ্য বাড্ডার লুৎফর টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নতুন ভিসা নীতিতে আমাদের বরং লাভ হয়েছে। কারণ নিষেধাজ্ঞা তাদের বিরুদ্ধেই আসবে। নির্বাচনে গোলমাল করলে, বাঁধা দিলে তাদের বিরুদ্ধে ভিসা নীতি। সুষ্ঠু নির্বাচন বিএনপি চায় না বলে তারা ভয়ে আছে।

নির্বাচনকে উৎসাহিত করতে বুধবার বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন দেশটির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন মার্কিন ভিসা নীতির কারণে সবচেয়ে বিপদে আছে বিএনপি। নতুন ভিসা নীতিতে নিষেধাজ্ঞা আসতে পারে বিএনপির ওপর। কারণ তারা নির্বাচনে বাঁধা দিতে চায়, গোলমাল করতে চায়।

ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচনকে না, তারা ভয় পায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনা তাদের প্রধান শত্রু। কারণ, বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় মানুষ শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কোনো শত্রু নাই, প্রধান শত্রু শেখ হাসিনা। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেন। তিনি নিজের কথা ভাবেন না, ভাবেন দেশের কথা। চব্বিশ ঘণ্টায় মাত্র তিন ঘণ্টা ঘুমান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সর্বশেষ - আইন-আদালত