সোমবার , ৫ জুন ২০২৩ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ডিজিটাল নিরাপত্তা আইনে ৭ হাজার মামলা : আইনমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
জুন ৫, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোট সাত হাজার একটি  মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি আরও জানান, বর্তমানে দেশে অধস্তন আদালতগুলোতে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত মোট ৩৬ লাখ ৭০ হাজার ৬৭০ টি মামলা বিচারাধীন রয়েছে।

গণফোরামের সদস্য মোকাব্বির খান ও সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদের পৃথক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জাতীয় সংসদে গতকাল এসব তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে দেওয়ানী মামলার সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার ১৬০টি এবং ফৌজদারী মামলার সংখ্যা ২০ লাখ ৮৬ হাজার ৫১০টি। এর মধ্যে শুধু ঢাকা জেলায় বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ৩৩টি।

সরকার দলীয় এমপি দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, চারটি মোবাইল ফোন কোম্পানিকে ২ হাজার ৫০৩ কোটি টাকা অনাদায়ী রাজস্ব সরকারকে দেওয়ার জন্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগ সিদ্ধান্ত দিয়েছে।

আনিসুল হক বলেন, সরকারের রাজস্ব সংক্রান্ত পাওনা আদায়ের মামলাগুলো নিস্পত্তির জন্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট অগ্রাধিকার দিয়েছে। যে সকল রিট মামলার কারণে সরকারের বিশাল পরিমাণ রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। প্রধান বিচারপতির সদয় নির্দেশনায় উক্ত রিট বেঞ্চ সমূহ এ ধরণের মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্প্রতি আপীল বিভাগ চলতি জানুয়ারি মাসে মোট ৯টি মামলা একত্রে শুনানি করে একটি রায়ের মাধ্যমে গ্রামীণফোনকে ১ হাজার ১৬৩ কোটি, রবি এয়ারটেলকে ৭১৫ কোটি এবং বাংলালিংককে ৬২৫ কোটি টাকা সরকারকে দেওয়ার রায় দিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা

কুমিল্লা সিটি নির্বাচন: আ’লীগের মনোনয়ন কে পাচ্ছেন জানা যাবে আজ

বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে চায় অস্ট্রিয়া

স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, হলেন মেডিকেলে দেশসেরা

পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রজেক্টে একমত যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য

অর্থনৈতিক মন্দার দ্বারপ্রান্তে বিশ্ব, জাতিসংঘের সতর্কতা

‘রুবলে লেনদেন শুরু হলে ডলারের ওপর চাপ কমবে’

আবার ও বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ আমেরিকার

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

অগণতান্ত্রিক শক্তি কোনোভাবেই ক্ষমতা দখল করতে পারবে না: প্রধানমন্ত্রী