খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে পুনরায় মেয়র নির্বাচিত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তালুকদার আব্দুল খালেক বলেছেন, দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব। নগরীর অসমাপ্ত কাজ সমাপ্ত করব।
তৃতীয়বারের মতো খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর সোমবার (১২ জুন) রাতে সাংবাদিকদের সঙ্গে এ অভিমত ব্যক্ত করেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রাপ্ত ফলাফলে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন খালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৮ ভোট, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৬ ও স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।