সোমবার , ২৬ জুন ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

জামায়াতের কর্মসূচিতে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন

প্রতিবেদক
Newsdesk
জুন ২৬, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচীতে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। এ বিষয়ে ৩১ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ঠিক করেছেন চেম্বার জজ আদালত।

সোমবার আবেদনটি করেছেন তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। এরপর শুনানির দিন ঠিক করে আদেশ দেন চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী।

এর আগে এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। এ বছরের ৩১ জানুয়ারি আপিল বিভাগ দলটিকে আপিলের প্রস্তুতি নিতে দুই মাস সময় দেয়।

১০ বছর পর গত ১০ জুন সমাবেশ করার অনুমতি পায় জামায়াতে ইসলামী। দলটি সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল ঢাকার মতিঝিলে ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি।

আদালতের আদেশের পর ২০১৮ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলটি নিষিদ্ধেরও জানিয়ে আসা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ বেশ কয়েকজন নেতার মৃত্যুদণ্ড হয়েছে। অপরাধ প্রমাণিত হওয়ায় কারাগারে আছে অনেকেই।

সর্বশেষ - আন্তর্জাতিক