বুধবার , ২৮ জুন ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

প্রতিবেদক
Newsdesk
জুন ২৮, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ঢাকায় ভারতীয় হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী মোদি তাঁর চিঠিতে গুরুত্ব সহকারে উল্লেখ করেন যে, ঈদুল আজহার এই পবিত্র উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি শক্তিশালী অনুস্মারক হিসেবে কাজ করে।

চিঠিতে নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধন আমাদের যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয় পক্ষের মানুষের আত্মত্যাগের মাধ্যমে নির্মিত হয়েছে। পবিত্র ঈদুল আজহার এই উৎসব আমাদের জনগণকে আরও কাছাকাছি নিয়ে আসবে।’

 

সর্বশেষ - আন্তর্জাতিক