খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের আদলে ‘থ্রেড’ অ্যাপ তৈরি করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। আগামী বৃহস্পতিবার অ্যাপটি উন্মুক্ত করা হবে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
টুইটার ব্যবহারকারীরা এক দিনে কতটি টুইট পড়তে পারবেন, তার একটি অস্থায়ী সীমা নির্ধারণ করে দেওয়ার ঘোষণার পর পরই মেটার ‘থ্রেড’ অ্যাপ উন্মুক্তের ঘোষণা এলো।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই থ্রেড-এ লগইন করতে পারবেন ব্যবহারকারীরা। টুইটারের মতোই থ্রেড অ্যাপেও পোস্টে লাইক দেওয়া, রিপোস্ট করা, রিপ্লাই করা এবং শেয়ার করার সুযোগ রয়েছে। ব্যবহারকারীর ছবি ছোট আকারে বৃত্তাকারভাবে দেখা যাবে এবং টুইটারের মতো নীল টিক রয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, থ্রেড আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলে মার্ক জাকারবার্গ এবং ইলন মাস্ক একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন।












The Custom Facebook Feed plugin