উত্তর কোরিয়া আবারও একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ শনাক্ত করার কথা জানান জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা।
কর্মকর্তারা দাবি করেন, ক্ষেপণাস্ত্রটি একটি আইসিবিএম। এটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা মহাদেশ অতিক্রম করতে পারে বলে ধারণা করা হয়। আইসিবিএম মার্কিন যুক্তরাষ্ট্রসহ তাদের দীর্ঘ পরিসরের জন্য বিশেষভাবে উদ্বেগজনক।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানান, ক্ষেপণাস্ত্রটি এক ঘণ্টারও বেশি সময় ধরে উড়ছে। এটি জাপানের জলসীমায় অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর কোরিয়ার আকাশসীমায় মার্কিন গুপ্তচর বিমানের অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দেওয়ার পরই এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর প্রকাশ্যে এলো।
সম্প্রতি উত্তর কোরিয়া অভিযোগ করে, মার্কিন গুপ্তচর বিমান দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে কিম প্রশাসন জানায়, মার্কিন গুপ্তচর বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করা হবে।