কক্সবাজারে উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
চারদিনের সফরের দ্বিতীয় দিনে উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি বুধবার সকাল ৯টায় কক্সবাজার পৌঁছায়। পরে তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন।
পৌনে ১১টার দিকে বালুখালী ক্যাম্প ৯-এ পৌঁছলে তাদেরকে শুভেচ্ছা জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তারা।
উজরা জেয়ার সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর।
ক্যাম্প পরিদর্শনের সময় তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। পরে রোহিঙ্গা নারী ও শিশুদের স্বাস্থ্য সেবায় পরিচালিত নারী বান্ধব কেন্দ্র পরিদর্শন করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

















