বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

গুলশান শপিং সেন্টার সিলগালা, ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৩, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ

রাজধানীর গুলশান-১ এ গুলশান শপিং সেন্টার সিলগালা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। এতে গুলশান ও বনানীসহ আশপাশ এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মার্কেটটি সিলগালা করেন।

ব্যবসায়ীদের দাবি, সময় না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। তবে ম্যাজিস্ট্রেট বলেন, যথেষ্ট সময় পেয়েছেন দোকানমালিক ও ব্যবসায়ীরা। অতিঝুঁকি বিবেচনায় ভবনটি সিলগালা করা হয়েছে।

গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এএসএম হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, অল্প কিছু সময়ের জন্য ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছিলেন। তবে বর্তমানে সড়ক স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক