সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ঢাকা-১৭ ও ৭৮ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট চলছে 

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৭, ২০২৩ ৯:৫৭ পূর্বাহ্ণ

রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক এলাকার (ঢাকা-১৭) বাসিন্দারা তাদের নতুন সংসদ সদস্য নির্বাচিত করতে ভোট দিচ্ছেন।

সোমবার সকাল আটটা থেকে ব্যালটের মাধ্যমে জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত।

এ আসনের মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।

এছাড়াও দেশের ১০টি পৌরসভা, দুটি উপজেলা পরিষদ ও ৬৬টি ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে ৭৮টি প্রতিষ্ঠানে ভোটগ্রহণ চলছে আজ। এই নির্বাচনে কোথাও সাধারণ, আবার কোথাও উপনির্বাচন হচ্ছে।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে ব্যালটে। সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে বিএনপি অংশ না নিলেও আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মো.রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন।

সকালে বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে এসে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, ভোটের পরিবেশ ভালো। প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। তবে, ভোটার উপস্থিতি কিছুটা কম। তার আশা, সময়ের সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

এদিকে সকালে মাটিকাটা শিশু মঙ্গল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জাপা প্রার্থী আনিসুর রহমান।

ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ভোট একটু ধীর গতিতে চলছে।অল্প সময়ে এই উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলের কিছু দুর্বলতা রয়েছে। তাই পুরোপুরি গুছিয়ে নেওয়া যায়নি।

জয়ের ব্যাপারে আশাবাদি আনিসুর বলেন, লাঙ্গলই জিতবে।

রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। জাতীয় নির্বাচনের আগে সময় অল্প সময়ের জন্য সংসদ সদস্য হবেন নির্বাচিত প্রার্থী।

সর্বশেষ - আইন-আদালত