বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৯, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে এবং শীতের ছুটির সঙ্গে তা সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গ্রীষ্মকালীন অবকাশ, হিজরি নববর্ষ ও আশুরা উপলক্ষে আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের কথা ছিল। কিন্তু এ সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার ছুটি থাকবে এবং রোববার থেকে নিয়মিত ক্লাস হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে তা সমন্বয় করে বাড়িয়ে দেওয়া হবে। এখন ক্লাস চলবে, যাতে নভেম্বরের মধ্যে পরীক্ষা সব শেষ করতে পারি।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই শেষ করার জন্যই এই উদ্যোগ।

এছাড়াও এ সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করা হবে। এই কমিটিগুলো আগস্টের শেষদিকে গঠন করা হবে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত