শনিবার , ২২ জুলাই ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আমাদের অস্তিত্বের লড়াই চলছে: কাদের

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২২, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ

আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২২ জুলাই) দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‌‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আমাদের প্রধান শত্রু। আর এ দুইয়ের বিশ্বস্ত ঠিকানা বিএনপি।’

তিনি বলেন, ‘আমাদের অস্তিত্বের লড়াই চলছে। আপনারা প্রস্তুত থাকবেন। যে হাত আগুন নিয়ে পোড়াতে আসবে সেই হাত ভেঙে দেবেন। যে হাত ভাঙচুর করতে আসবে সে হাতও ভেঙে দেবেন।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ‘এদের (বিএনপি) আস্ফালনের জবাব আমাদের দিতে হবে। গত কয়েকদিনে তারা জেলায় জেলায় যে তাণ্ডব শুরু করেছে তার জবাব আমাদের দিতে হবে। তারা গত সাড়ে ১৪ বছরে আন্দোলনে ব্যর্থ হয়ে জ্বালাও-পোড়াও শুরু করেছে। তবে আন্দোলনে ব্যর্থ বিএনপি আগামীতে নির্বাচনেও ব্যর্থ হবে।’

বিদেশিদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ভিসানীতি দেবেন দেন, নিষেধাজ্ঞা দেবেন দেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমরা ডাল-ভাত খেয়ে দিন কাটাবো তবুও কারও কাছে তিনি মাথানত করবেন না। কীভাবে দেশে জনগণের উন্নতি করা যায় তা শেখ হাসিনা জানেন।’

তিনি বলেন, ‘মনে রাখবেন আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আন্দোলন করে, সন্ত্রাস করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। বিগত ৪৮ বছরেও শেখ হাসিনার মতো দক্ষ, জনপ্রিয়, সৎ ব্যক্তির জন্ম বাংলাদেশে হয়নি। বঙ্গবন্ধুর পর তার মতো সাহসী কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসেনি। যতক্ষণ ক্ষমতায় আছেন তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।’

কবিরহাট সরকারি কলেজে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মো. ইব্রাহিমের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের তেল আবিব শহরে রকেট হামলা চালাল হামাস

মেয়র পদে মনোনয়নপত্র ফরম কিনলেন জাহাঙ্গীর ও তার মা

বাংলাদেশে রোহিঙ্গাদের অর্ধযুগ

বাংলাদেশে আসছে না “দানা”, ঝরাচ্ছে বৃষ্টি, জলোচ্ছ্বাসের সম্ভাবনা, মধ্যরাতে উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে

ঈদে ঢাকাবাসীর নিরাপত্তায় ৬৬৭ টহল টিম ও ৭১ চেকপোস্ট

আজ থেকে নতুন সূচিতে চলছে মেট্রোরেল

কারারক্ষী-কয়েদির অনৈতিক সম্পর্ক , হাজতিকে নির্যাতনের অভিযোগ

লাশ পোড়ানো মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন সাবেক আইজিপি মামুন