শুক্রবার , ২৮ জুলাই ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বিএনপির সমাবেশস্থলে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক বিভ্রাট

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৮, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ

নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের পদচারণায় মুখর সমাবেশস্থল। ইতোমধ্যে পুরো সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তবে শুক্রবার সকাল থেকেই সমাবেশ স্থলে মুঠোফোন এবং ইন্টারনেট নেটওয়ার্কে বিভ্রাট দেখা দিয়েছে।

ফলে সেখানে অবস্থানকারীরা মোবাইল এবং ইন্টারনেট কানেকশন পাচ্ছেন না। ফলে তারা আত্মীয়স্বজন কিংবা সহকর্মীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে প্রচার ঠেকাতে উদ্দেশ্যমূলকভাবে মুঠোফোন ও ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে।

তাদের দাবি, বিএনপির সমাবেশ থাকলেই সেখানে ইন্টারনেট এবং মোবাইলের নেটওয়ার্ক থাকে না। অন্য সময় নেটওয়ার্ক থাকে। বিএনপির সমাবেশের প্রচার ঠেকাতে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ। তবে কোনো কিছু বন্ধ করে বিএনপিকে দমানো যাবে না বলে হুশিয়ারি দেন নেতাকর্মীরা।

সর্বশেষ - আইন-আদালত