বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে নিবন্ধন বাতিল করতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে আওয়ামী লীগে সহযোগী সংগঠন যুবলীগ।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে কমিশন সচিব জাহাংগীর আলমের কাছে স্মারকলিপি দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
সাংবাদিকদের নিখিল বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখন তারেক রহমানের নেতৃত্বে আবারো সন্ত্রাস হচ্ছে। তারেক রহমানের নির্দেশেই নৈরাজ্য হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে বিএনপি।
তিনি বলেন, তারা বিএনপি সহিংসতা করে বিদেশিদের বার্তা দিতে চান, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র। বিএনপির রাজনীতি যতদিন থাকবে, দেশে সন্ত্রাসের রাজনীতিও ততদিন থাকবে।
এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয় যুবলীগ। ওই স্মারকলিপিতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাওয়া হয়েছে।
এছাড়া ২১ অগাস্টের বোমা হামলা ও দুর্নীতিতে দণ্ড পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে। তারেকের স্ত্রী জুবাইদা রহমানকেও দেশে ফেরানোর দাবি জানানো হয়েছে।

















