উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। সোমবার সকাল ৬টায় তিস্তা ব্যারেজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা সংলগ্ন ডিমলা উপজেলার ছয়টি ইউনিয়নে অন্তত ১৫টি চর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব চর গ্রামের নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি প্রবেশ করায় অন্তত দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, শনিবার বিকেল ৩টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে সোমবার সকাল ৬টায় তা বিপদসীমা অতিক্রম করে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে।
নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও বৃদ্ধি পাওয়া সম্ভাবনা রয়েছে।