মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

কুলাউড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে সিটিটিসি

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৫, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ

আটক ১৭ জঙ্গিকে নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুর্গম কালাপাহাড় এলাকার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে সিটিটিসি।

মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু হয়েছে বলে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার বিকেলে ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে নতুন একটি জঙ্গি সংগঠনের ১৭ সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই আটক জঙ্গিদের মৌলভীবাজার জেলা পুলিশ লাইনে নেয়া হয়।

পরে সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মোঃ: আসাদুজ্জামান বলেন, রাত গভীর হওয়ায় পাহাড়ের নির্জন স্থানে যাওয়া সম্ভব হবে। এজন্য মঙ্গলবার সকালে আটকদের নিয়ে পাহাড়ের ভেতরে তাদের আস্তানায় অভিযান চালানো হবে।

সম্প্রতি বেশ কয়েকটি অভিযানে বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটক হয়েছে বেশ কয়েকজন জঙ্গি।

গত সাত আগস্ট ঢাকা থেকে ১০ এবং ১২ আগস্ট কুলাউড়া ১০ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার ধরা হয় আরও ১৭ জনকে।

সর্বশেষ - আন্তর্জাতিক