বুধবার , ১৬ আগস্ট ২০২৩ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঢাকা মেডিকেলের ছাত্রাবাস থেকে ছাত্রীর লাশ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৬, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডা. আলিম ছাত্রাবাস থেকে জয়া কুন্ড (২২) নামে এক মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে তৃতীয় তলার ৪৫ নম্বর কক্ষ থেকে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— ওই শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ঢামেকের পঞ্চমবর্ষের কে-৭৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে নিয়ে আসা পার্থ কুন্ড জানান, ছাত্রাবাসের তৃতীয় তলার ৪৫ নম্বর রুমে ওই শিক্ষার্থীকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত জয়া কুন্ড পঞ্চম বর্ষের কে-৭৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, এ বিষয়ে আমরা কিছু জানি না। খুলনা সদরের ফুলবাড়ি গেট কুয়েত রোড এলাকার গিরিন্দ্রনাথ কুন্ডের মেয়ে জয়া। বর্তমানে ডা. আলিম ছাত্রাবাসের তৃতীয় তলার ৪৫ নম্বর রুমে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত