বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আজ শুক্রবার আর্জেন্টিনার ক্লাব সোল দ্যা মায়োতে যোগ দিয়েছেন। রাতে ফেসবুক লাইভে এসে ক্লাবটির সঙ্গে তার চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেন। এ সময় জামালকে পরিচয় করিয়ে দেয় আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলটি। সোল দ্যা মায়োতে জামাল ৬ নম্বর জার্সি পরে খেলবেন তিনি।
এর আগে সকালে তিনি মেডিকেল সম্পন্ন হয়। আর রাতে তিনি চুক্তি স্বাক্ষর করলেন।
গত বুধবার জামাল ফেসবুকে লিখেন ‘এখন সময় আর্জেন্টিনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। আমাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে।’
অবশ্য আর্জেন্টিনার এই ক্লাবটিতে চলতি বছরের শুরুতেই যোগ দিতে চেয়েছিলেন জামাল। কিন্তু সে সময় প্রিমিয়ার লিগে খেলা থাকায় বাংলাদেশি ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র তাকে ছাড়েনি। অবশেষে আগস্টে এসে তিনি আর্জেন্টিনার ক্লাবটিতে যোগ দিতে পারলেন।












The Custom Facebook Feed plugin