এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
সোমবার রাতে কর্মবিরতি ঘোষণার পরপরই হাসপাতালের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন ইন্টার্নরা। এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। তবে, জরুরি বিভাগ ধর্মঘটের আওতামুক্ত রয়েছে।
জানা যায়, সোমবার বিকেলে হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে রোগীর স্বজনদের কথাকাটাকাটি হয়।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, রোগীর স্বজনরা ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের হেনস্তা করেন। এসময় চিকিৎসকরা দৌড়ে পাশের ওয়ার্ডে গিয়ে আত্মরক্ষা করেন। এরপর রোগীর স্বজনরা ওয়ার্ডের ভেতরে চিকিৎসকের কক্ষ ও নার্সের কক্ষে ভাঙচুর চালান।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের (সিওমেক) সভাপতি মো. রাকিব হোসেন জানান, হাসপাতালে এ ধরণের ঘটনা প্রায়ই ঘটে। এভাবে নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সমস্যা সমাধান আইন প্রণয়নের দাবি ইন্টার্ন চিকিৎসকদের।
এদিকে রাতেই ঘটনার সাথে জড়িত সন্দেহে রোগীর চার স্বজনকে আটক করেছে পুলিশ। সিওমেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুয়েল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সচেষ্ট রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।