All Postমিডিয়া

বিএনপির ঘোষণা হুমকিস্বরূপ, টেলিভিশন মালিকদের প্রতিবাদ

বিএনপির তরফ থেকে একাত্তর ও সময় টেলিভিশনের টকশো বর্জন করায় ঘোষণাকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি মনে করছে দেশের টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির ঘোষণার প্রতিবাদ জানিয়েছেন তারা।

মঙ্গলবার অ্যাটকো সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর সই করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সময় টিভি এবং একাত্তর টিভিকে বয়কটের ঘোষণা দেয়া হয়েছে। অ্যাটকো মনে করে, এ ধরনের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে বলা হয়েছে, তাই অ্যাটকো এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে আটকো সকল রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছে।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর ও সময় টিভির টকশো অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি নেতারা।

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গত আট আগস্ট দলীয় এ সিদ্ধান্তের কথা জানান।

 

এ সর্ম্পকিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button