বুধবার , ২৩ আগস্ট ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৩, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন কখনোই হস্তক্ষেপ বলে পরিস্কার জানিয়ে দিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও।

বুধবার সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তাক্ষেপ করে না। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এই দেশের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। এদেশের জনগণ এবং সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমাদের এ বিষয়ে কিছু বলার নেই।’

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বটা তারা (চীন) আরও বেশি এগিয়ে নিতে চায়, আমরাও সেটাই চাই।’

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘চীন বাংলাদেশের উন্নয়নে চলমান কার্যক্রম অব্যাহত রাখবে। কৃষি নির্ভর শিল্প ও তৈরি পোশাক খাতে তারা ভূমিকা রাখতে চায়।’

তিনি আরও বলেন, ‘মংলা বন্দর উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী চীন। কৃষি সৌর ব্যাটারিসহ বিভিন্ন বিষয়ে বিনিয়োগে আগ্রহী তারা।’

বর্তমান একাদশ সংসদের মেয়াদ প্রায় শেষের দিকে। সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে। নির্বাচন কমিশন এরই মধ্যে তা জানিয়েছে, আগামী নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আর ভোট হতে পারে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে।

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পশ্চিমা দেশগুলোর তৎপরতা বেড়েছে। নির্বাচনের পরিবেশ দেখতে এরই মধ্যে বাংলাদেশ সফর করে গেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। সামনের দিনগুলোতে এই তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক