বাংলাদেশ ও ভারতের মধ্যে পঞ্চম প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঢাকা সেনানিবাসে দুই দেশের সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এ সংলাপ হয়।
২০১৭ সালের প্রতিরক্ষা সমঝোতা স্মারক অনুযায়ী, প্রতিবছর বাংলাদেশ –ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই সংলাপ অনুষ্ঠিত হয়ে আসছে।
সংলাপে মূলত উভয় দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা, সামরিক শিল্প, দুর্যোগ মোকাবেলা এবং মুক্তিযুদ্ধ বিষয়ে আলোচনা হয়।
এই সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ভারতের পক্ষে প্রতিরক্ষা সচিব শ্রী গিরিধর আরমান।
তারা আশা করেন এই সংলাপের মাধ্যমে বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে।