All Postখেলাধুলা

জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় ভারতের 

বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে স্নায়ুচাপের ম্যাচে রানের পাহাড় গড়েছে ভারতীয় ক্রিকেট দল।

এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়েছে ভারত।

ভারতের এই রান পাহাড় গড়ার পথে ৯৪ বলে ৯টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১২২ রানের অনবদ্য ইনিংস খেলেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ১০৬ বল খেলে ১২টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১১ রানের লড়াকু ইনিংস খেলেন লোকেশ রাহুল।

এছাড়া দুই ওপেনার রোহিত শর্মা খেলেন ৪৯ বলে ৬টি চার আর ৪টি ছক্কায় ৫৬ রানের ইনিংস। ৫২ বলে ১০টি বাউন্ডারিতে ৫৮ রান করেন তরুণ ওপেনার শুভমান গিল।

রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ভারত।

উদ্বোধনীতে ১২১ রানের জুটি গড়েন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এরপর মাত্র ২ রানের ব্যবধানে ভারত হারায় ২ উইকেট।

৪৯ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ৫২ বলে ১০টি বাউন্ডারিতে ৫৮ রানে ফেরেন শুভমান গিল।

১২৩ রানে দুই ওপেনার আউট হওয়ার পর ভারতের হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এদিন ২৪.১ ওভারে ১৪৭ রান করে ভারত। ২৮ বলে ১৭ আর ১৬ বলে ৮ রানে ব্যাটিংয়ে ছিলেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি।

এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে রোববার আর খেলা হয়নি। ম্যাচ গড়ায় সোমবার রিজার্ভ ডেতে।

আজ সোমবার রিজার্ভ ডেতে বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। সাড়ে ৩টার পরিবর্তে খেলা শুরু হয় ৪টা ৪০ মিনিটে।

খেলা শুরুর পর থেকেই ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালাতে থাকেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তৃতীয় উইকেটে তারা ১৯৪ বলে ২৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারে ৪৭তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। শুধু তাই নয় এদিন সেঞ্চুরি করার পথেই কোহলি ওয়ানডেতে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

কোহলির আগেই ওয়ানডে ক্যারিয়ারের ৫৬তম ম্যাচে ষষ্ঠ আর আন্তর্জাতিক ক্রিকেটে ১৫তম সেঞ্চুরি করেন লোকেশ রাহুল।

 

এ সর্ম্পকিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button