এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের মিশন শেষে শনিবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় সকালে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান টাইগাররা।
এবারের আসরে বাংলাদেশ দলের শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে জয় দিয়েই এশিয়া কাপ যাত্রার ইতি টেনেছে সাকিবের দল।
শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৬ রানের জয় পেয়েছে শক্তিসালী ভারতের বিপক্ষে।
এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরাশক্তি ভারতকে ১১ বছর পর আবার হারালো বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের আত্মবিশ্বাস আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দলের খেলোয়াড়রা।












The Custom Facebook Feed plugin