All Postরাজনীতি

ক্ষমতা ছাড়ুন, না হলে বাধ্য করা হবে: ফখরুল

বিএনপির দেয়া এক দফা দাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর তা না হলে জন আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

শনিবার রংপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে তারুণ্যের রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘রংপুর থেকে যে রোডমার্চ শুরু হয়েছে সরকার পতনের মধ্য দিয়ে তার শেষ হবে। সময় থাকতে শান্তিপূর্ণভাবে পদত্যাগ করুন। না হয় জন আন্দোলনে ক্ষমতা ছাড়তে হবে।’

সরকারের পদত্যাগ ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে রংপুর থেকে দিনাজপুরের পথে বিএনপির ‘তারুণ্যের রোডমার্চ’ শুরু হয় সকালে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

দাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ১৫ বছর ধরে সরকার পরিকল্পিতভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে।

‘মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দ্রব্যমূল্যে কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। জনগণ এই সরকারকে আর চায় না।’

জাতিসংঘে যেসব বিষয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীজাতিসংঘে যেসব বিষয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

ফখরুল বলেন, ‘বিগত দুটি নির্বাচনে ভোট ডাকাতি করেছে। তাই আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়। বিগত দুটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা পুরোপুরি মিথ্যাচার।

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা জানান ফখরুল। তিনি বলেন, ‘চিকিৎসকরাও তাকে (খালেদা জিয়া) নিয়ে খুব উদ্বিগ্ন। দেশে তার চিকিৎসা সম্ভব নয়। কিন্তু সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না।’

এ সর্ম্পকিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button