মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনসহ আটজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ চলার সময় আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের কারণে এই আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এর মধ্যে নাসির দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গ করেছেন বলে আইসিসির অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার আইসিসির ওয়েবসাইটে খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়টি প্রকাশ করা হয়েছে।

২০২১ সালের ১৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয় আবুধাবি টি-টেন লিগ। সেখানে অংশ নেয় ছয়টি দল।

দুর্নীতির অভিযোগ আনা আটজনের মধ্যে তিনজন খেলোয়াড়। এদের মধ্যে নাসির ছাড়া বাকি দুজন হলেন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান।

অভিযুক্ত অন্য পাঁচজনের মধ্যে রয়েছে হলেন ফ্র্যাঞ্চাইজি মালিকানার অংশীদার কৃষ্ণান কুমার চৌধুরী, পরাগ সংভি, ব্যাটিং কোট আশহার জায়েদি, সহকারী কোচ সানি ধিলন ও টিম ম্যানেজার শাদাব আহমেদ।

নাসিরের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে ২.৪.৩ ধারায় বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন নাসির।

২.৪.৪ ধারায় বলা হয়েছে, তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোন প্রস্তাব তিনি পেয়েছিলেন কিনা, তাকে কোনোভাবে প্ররোচিত করা হয়েছিল কিনা সে বিষয়টি পরিষ্কার করে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন তিনি।

২.৪.৬ ধারায় নাসিরের বিরুদ্ধে অভিযোগ, তিনি সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন বা কোনো যুক্তি ছাড়াই তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত